০১- আপন জন
———————–
আপন আপন কে তোমার আপন
নয়ন বন্ধ করে দেখরে মন,
আশেপাশে অনেক জনকে পাবে
আপন ছিলো কয় জন।
স্বার্থের জন্য পাবে অনেককেই
আপদে বিপদে কাছে,
স্বার্থ ফুরিয়ে গেলে একদিন
তারা কেনো হাসে।
সন্তান তোমার কত আপন
বুঝবে বৃদ্ধ হলে,
অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রমে
রেখে আসে ফেলে।
পরিবারে তোমার দাম আছে
যতক্ষণ রোজগার করবে,
কাজকর্ম বন্ধ হলে তারপর
সবাই তোমাকে ছাড়বে।
দুনিয়াটা বড় নিষ্ঠুর ও স্বার্থপর
কেউ কারো নয়,
হাত পা বেটা বেটি আপন জন
দাদি সবসময় আমায় কয়।
০২ -বৃষ্টির দিনে
—————————-
ঘরে আটকে বসে আছি বৃষ্টি মগ্ন দিনে
অলস সময় কাটছে রাস্তাঘাট হয়েছে বন্ধ,
টিনের চালে বৃষ্টি রিমঝিম শব্দে
এক কাপ কফি হাতে লিখছি কবিতার ছন্দ।
হোকনা সেই বৃষ্টি যে বৃষ্টির প্রতিটি ফোঁটায়
তোমার স্পন্দন খুঁজে পাই,
ভিজবো দু’জন একসাথে হাতে হাতটা ধরে
তোমার কথা পড়ে মনে কাছে তুমি নাই।
আমারও ইচ্ছে হয় হাঁটবো দু’জন একটি ছাতায়
খালি পায়ে পায়ের ওপর পা রেখে চলবো,
চোখে চোখে অতল গভীরে হারিয়ে
বৃষ্টি ভেজা প্রেমের কথা বলবো।
জানিনা কতটুকু ভালোবাসি তোমায়
তবে এতটুকু বলতে পারি ললনা,
সাগরের সব জল শুকিয়ে গেলেও
আমার ভালোবাসার শেষ হবেনা।