কলমে: দেওয়ান জুলফিকার হাসনাত
উচাটন মন জাগে শিহরণ
বুঝিনা কী’যে কারণ,
সুরভিত হৃদ কানন
কী’যে প্রেম ব্যাকরণ!
শশি হাসে হৃদ বাগে
অনুযোগ অনুরাগে,
কী’যে মধুর লাগে
বুঝিনি তা কভু আগে!
জ্বালা পোড়া হৃদ মাঝে
সকাল দুপুর সাঝে,
বসেনা মন কোন কাজে
শব্দ খুঁজি বর্ণ ভাঁজে।
ফুল ফুটে ফুল ঝরে
কাননে পথের ধারে,
গাহি গান সুরে সুরে
মনের অগোচরে।
ফাগুনের মাতাল হাওয়া
কতো কী চাওযা পাওয়া,
ভুলে সব নাওয়া খাওয়া
কী’যে সুখের তরী বাওয়া!