রহমত উল্লাহ, স্টাফ রিপোর্টার:
গতকাল ২৮ সেপ্টেম্বর, রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের গান্নার পাড়ে যশোর থেকে আগত বেদে সম্প্রদায়ের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী।
আরও উপস্থিত ছিলেন উপজেলার আমীর মাওলানা নায়েবুজ্জামান, উপজেলার সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, গংগাচড়া সদর ইউনিয়নের আমীর আসাদুল মাস্টার, ও লক্ষীটারি ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম, জামায়াত নেতা ফজলুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
গত কয়েকদিনের অতি বৃষ্টি ও উজানের ঢলের কারণে তাদের জীবনযাত্রা থমকে যায়। তারা খাবার সহ নানা সংকটে ভুগছিলেন। এ বিষয়টি জামায়াত নেতৃবৃন্দ শোনা মাত্র তাৎক্ষণিক শুকনো খাবার নিয়ে আসেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় অধ্যাপক রায়হান সিরাজী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ সহ যেকোনো ধরনের বিপদ সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র। এ সময় আমাদের সকলের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করা। হতাশ হবেন না, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন।