(০১)- বাঙলার রূপ
————————-
দেশ দেশান্ত ঘুরে
পাখির মতো উড়ে,
ইচ্ছে কেবল করে
ডানা মেলায় জুড়ে!
কৃষাণী চাষে যেথা
সবুজ মাঠে হেথা,
ঘোমটা খুলে তথা
বলে বউদি কথা!
বাঙলার কি রুপ
দেখিযে রেখে ধূপ,
কবি সেথা নিশ্চুপ
পাইনি কোথা উফ্!
গৃহবধূ সেজে কি
দেশের রূপ এ’কি,
কাজল পড়া আঁখি
দেশ নয় জোনাকি!
সোনার বাঙলাটা
পড়ে নেই ঘোমটা,
খুলেছে আজ নৌটা
দেখে যারে তাঁরাটা!
এমন দেশ লতা
পাইনি ঘুরে কোথা,
একই সুরে গাঁথা
কৃষক জেলে মেথা!
(০২)- খুকুর একদিন
—————————–
বৃষ্টি ছিল ঝিরিঝিরি
খুকু মন সেতো ভারী,
যেন সে করছে চুরি
দূরের হাওয়া করি!
আলতা নূপুর পায়ে
ওড়না জড়িয়ে গাঁয়ে,
খেলছে খেলা জমিয়ে
বৃষ্টিয়ে মন ভিজিয়ে!
পুতুল দিলাম বিয়ে
কেঁদে কেঁদে কি ঘামিয়ে,
ঢাকে সানাই বাজিয়ে
খুশীতে মজিয়ে হিয়ে!
আঁধার এলো ঘনিয়ে
ভাবনা ভাবি গুটিয়ে,
গেলো বউ তুলে নিয়ে
কিযে হবে রাতে যেয়ে!
——————————-
কবি: মাহফুজা রহমান
ধানমন্ডি,ঢাকা-
বাংলাদেশ।