কলমে: মোছা: নাজমুনাহার খান
এক বেলা খেতে পায়
আরেক বেলা না পায়,
মাথার ঘাম পায়ে ফেলে
মেয়েদের পড়াশোনা শেখায়।
কষ্ট করে বড় হয়ে
যখন পায় চাকরি,
অচেনা কোন পরিবারের
হয়ে যায় পাত্রী।
চাকরি করে অর্থ যখন
নিজের বাবা মাকে দিতে চায়,
বাবা মা নামক শশুর শাশুড়ি
কই তা দিতে দেয়।
জোর করেও অর্থ যখন
নিজের বাবা কে দিতে চায়,
শশুর বাড়ির অত্যাচারে
ডিভোর্স করতে হয়।
সবাই যদি এই কবিতার
সঠিক বিচার চাও,
বিবেক দিয়ে কাজটি করে
গরীবের কষ্ট ফুরিয়ে দাও।