এম.কে.জাকির হোসাইন বিপ্লবী।
যুগে- যুগে মোরা গেয়ে এসেছি
সাম্যবাদীতার গান,
শান্তিরক্ষায় ইসলাম রাখে
শ্রেষ্ঠ অবদান।
শান্তি কখনো আসে না সমাজে
সাম্যের বাঁধন ছাড়া,
আমরা চেয়েছি ভ্রাতৃত্বের বন্ধন
আঘাত এনেছে তারা।
কুরআন মোদের জীবন বিধান
রাসুল মোদের নেতা,
রাসূলকে নিয়ে করলে কটুক্তি
প্রাণে লাগে ব্যাথা।
ভিন্ন মূর্তি পূজারী ওরা
বলে কৃষ্ণ রাম,
এক আল্লাহতে বিশ্বাসী মোরা
এনেছি তার উপর ঈমান।
সৃষ্টিকর্তা ওদের কাছে
হলো ভগবান,
আমাদের কাছে সৃষ্টিকর্তা
এক আল্লাহ মহান।
ভিন্ন পথের বাসিন্দা ওরা
ভিন্নমতে চলে,
ধর্মের মাঝেও রয়েছে ভিন্নতা
কটু কথা বলে।
ওদের কাছে আমাদের দুর্বলতা
সম্প্রীতির আহ্বান,
সর্বদায় ওরা কলুষিত করছে
রাসুলের (সাঃ) সম্মান।
ওরা স্রষ্টা হয়ে সৃষ্টির কাছে
মাথা করে নতো,
আমরা তাতে করি না প্রতিবাদ
ওরা চলুক ওদের মতো।
শান্তির ধর্ম ইসলাম মোদের
বলে সম্প্রীতির কথা,
আদর্শ মোদের রয়েছে রাসুল
দিয়ে গেছে সেই বার্তা।