ইচ্ছে গুলো প্রলাপ হলো
সত্যি টুকু আর কিইবা রইল?
সত্য মিথ্যার অন্তরালে রয়ে যাক অনেক কথা, না ফুরাবে তবু মনের কোনে লুকানো সব ব্যাথা।
স্বর্গ সুখের জন্য চাইনি কিছু আর,
শুধুই সময়ের কাছে সময় চেয়েছি ধার।
লেনাদেনার ছোট্ট জীবনে কতকিছুই বাকি রয়, আপন সাজে মহামানবের ভিড়ে
কতটা অসাধু রয়। হোক সে মহাজন মহা প্রলয়ের বাজায় ধ্বনি।
জানি অস্তিত্বে আজ অশনিসংকেত জানি।
ভয় করিনা তোমাদের মিছে খেলাঘর ভেঙে দিতে,অসঙ্গতি বাহিরে হাত পেতে ধনরত্ন নিতে। মোহর গিনি ছড়িয়ে ছিটিয়ে থাক
আশেপাশে। গন্ধ ছড়াবে ধ্বংস স্তুপে পঁচা লাশে। তুমি আমি অধিপতি জগৎ সংসারে।
হারাবার দলে প্রথম তবে কেবলই যাই হেরে।
নিষ্ঠুর বিবেকের কাছে সন্ধি নাহি মিলে
দয়া মায় কেটে যায় খুনসুটি ভুলে।
চুল চেরা বিশ্লেষণ জীবন নাহি চলে। জ্ঞানী গুণী সাধক যারা ভুলের মাশুলে।