০১- সাদা মেঘের শরৎ
শরতে সাদা মেঘের ভেলা
উড়ে আকাশ জুড়ে,
পেঁজা মেঘ তুলোর মতোই
সারা আকাশ ঘোরে।
দিগন্ত জুড়ে ছুয়ে থাকে
ধবল সাদা মেঘে,
কখনো আকাশ ঢেকে থাকে
কখনো রবি রেগে।
শুভ্রতার পরশ যেন
ধরার চারপাশে,
ঋতুর রানী শরৎ এলে
আকাশ মেঘে হাসে।
________________________
০২- শরতের বিকেল
শুভ্রতার পরশ নিয়ে
শরত বিকেল আসে,
নদীর তীরে কাশের ফুল
মৃদু হাওয়ায় হাসে।
শুভ্র সতেজ মেঘমালা
অপরুপ প্রকৃতি,
আনমনে ভাবি নির্জনে
আবেগঘন স্মৃতি।
সতেজ হাওয়া লাগে প্রাণে
নির্মল অন্তরে,
শরৎ দিনে বিকেল বেলা
হৃদয় থাকেনা ঘরে।
________________________