দেওয়ান জুলফিকার হাসনাত
ওহে মশাই ভাবো হামেশাই
নিজকে রাজাধিরাজ,
ভেবেছো কী কভু তোমার প্রজাগুলো
কি খাবে আজ?
তোমার লম্ফঝম্প আস্ফালনে
মাটিতে পরেনা পা,
জানো কী মশাই
প্রজারাও পারে
সাজতে হিংস্র ক্ষ্যাপা।
সময় কারোরই এক যায়না
পালা বদলের পরিক্রমায়,
আজ সাধুবেশে শয়তান তুমি
তুমিও মরতে পার
গলে পঁচে নর্দমায়!
দুদিন আগেও যিনি ছিলেন
প্রবল ক্ষমতা পরাক্রমশালি,
দেখনি কী তা হয়নি শিক্ষা
তার আশায় গুড়ে বালি!
ওহে মশাই এবার থামো
এখনো অনেক রাত,
ক্ষেপেছে জনতা
তোমায় করবে কপোকাত!