কবি: কামাল মাহমুদ জয়
কালো মেঘে ঢেকে গেছে, আমার আকাশ জুড়ে,
সূর্যের আলো ফুরিয়ে গেছে, হারিয়েছে সব সুরে।
নিঃশব্দ হাওয়ার ঝড়, বয়ে যায় বেদনার ক্ষণে,
মনে পড়ে যায় কিছু স্মৃতি, হারিয়ে যাওয়া স্বপ্নে।
আলো-ছায়ার দোলাচল, খুঁজে ফিরি শান্তি,
অন্ধকারে ডুবে গেছি, কোথায় পেলাম সেই প্রতীতি।
তবুও আশার প্রদীপ জ্বালে, হৃদয়ের গভীরে,
একদিন হয়তো সূর্য উঠবে, জীবনের নতুন ভোরে।
মেঘ ভেঙে আলো আসবে, আবার হাসবে মন,
আকাশ জুড়ে রংধনু, ছড়িয়ে দেবে নতুন জীবন।
কালো মেঘও সরে যাবে, সময়ের বাঁকে বাঁকে,
আশা নিয়ে বেঁচে থাকি, নতুন স্বপ্ন আঁকব শোকে।