একটু আগে
যে বাতাস ছড়িয়ে পড়ল তাতে কোনো সুবাস নেই ঠিকই তবে একটা কিছু আছে যা ছড়িয়ে দেবে মানুষ থেকে মানুষ
কিছু হৃদয় ছুঁয়ে দেবে যা আকাশকে জানাতে সাহায্য করবে
একটু আগে
যেন টুক করে পড়ার শব্দ শোনা গেল তাতে কিছু পড়ুক না পড়ুক কিছু চোখ পড়বে যেখানে সে আঘাত করল
তখন একটা সুর বাজবে কোন গান বাজুক বা না বাজুক
একটু আগে কে যেন কিছু বলছিল তার কথা কেউ শুনতে পায়নি তবে বাতাসকে সে ফাঁকি দিতে পারেনি
তাই বসন্ত একদিন যে আসবেই তা কেউ না জানলেও বাতাসের কিছুই করার নেই
একটু আগে
কে যেন একটু টুকি দিয়ে চলে গেল তাকে তেমন ভাবে কেউ না দেখলেও দেখুক তবে আলো কিন্তু তা দেখেছে
তাকে ধরে সে ধীরে ধীরে পুব দিকের গল্প শোনাবে একটু একটু করে সে বড়ো হবে জ্বলতে শিখবে
তখন আস্তে আস্তে সূর্যের কাছে সে পাঠ নেবে তার কেউ শিক্ষা নিক না সে কিন্তু কিছু শিখবে
তখন,,,,,,,