কলমে: কনক কুমার প্রামানিক
আলো আঁধারির গোধুলিতে
সাঁঝ-বিকেলের মায়া,
পশ্চিমে রবি হেলে পড়ে
অপরুপ তার ছায়া।
দিনের আলো ফুরিয়ে আসে
নিভিয়ে আলোর বাতি,
নিকষ কালোর সাথে আসে
একটু পরেই রাতি।
সিঁদুর রঙে সূর্যিমামা
অস্ত যায় সে পাটে,
নদীর তীরে গাঁয়ের বধু
দলবেঁধে যায় ঘাটে।
রাখাল ছেলে দিনের শেষে
বাড়ির পথেই আসে,
রাত বাড়লে শুভ্র চাঁদ
দূরের আকাশে ভাসে।