পশ্চিমবঙ্গ থেকে সংবাদদাতা:
গত ২ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার অন্তর্গত পিঁপড়াপুড়ি নামক গ্রামের মানবতার আলো সমাজ সেবামূলক গোষ্ঠীর পরিচালনায় অনুষ্ঠিত হল বিশ্ব বরণীয় রাষ্ট্রনেতা মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবির সাথে দরিদ্র ব্যক্তিদের বস্ত্র বিতরন। এই অনুষ্ঠানে পরিবেশিত হয় নৃত্য, গান, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা ধুলা সহ বিশ্ব সম্প্রীতির উপর গুণীজনদের বক্তব্য।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলীম বিশ্বাস (বাপি), ডাঃ জাফর শরীফ, ডাঃ শওনয়াজ শাহ, দ্বিভাষিক কবি ইমদাদুল ইসলাম, কবি ও সমাজসেবী সাইফুল ইসলাম, শিক্ষক বাবর মণ্ডল, মুস্তাকিম সেখ, ইমরান হোসেন, সইদুল ইসলাম প্রমুখ।
সমস্ত অনুষ্ঠানটির মুখ্য ভূমিকায় ও সঞ্চালনায় ছিলেন আব্দুল হালিম, নুরুল ইসলাম ও সাদিফুল ইসলাম।