০১- কল্পলোক
————————————–
কিছু অস্পষ্টতার মতো সুখে
উদাসীনতা ছিল সর্বক্ষণ,
তালিকাভুক্ত কিছু অনুভূতি
নিষ্প্রয়োজন ছিল আমার।
আনন্দ এক চামচ পরিমাণ
স্বাদহীন লক্ষ্য,অর্থহীন উপাধি,
অধিকতর লম্বা উপন্যাসে
অল্পলোকের যেন অস্বীকৃতি।
অজানা কোন গন্তব্যে পৌঁছে
প্রাপক নামে লিখি প্রস্তাব
মনোনীত ব্যক্তি হয়েও
কল্পলোকের উপন্যাসে আমার দাফন।।
০২- স্বলেখন
————————————-
ঝুল-বারান্দার একটি কক্ষে
হাজারো অক্ষর খুঁজতে আমি ব্যস্ত
দেউলিয়াত্বের মন আমার
নীলনকশার মতো জীবনচরিত্র।
কারাগার বন্দি জীবনে
ইশতেহার করি কল্পকাহিনী
শব্দভান্ডারীর উদ্ভট-কল্পনায়
ছায়াপথে আমার স্বলেখনী।।