ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল
পূর্বাভাস নেইতো কোন পূর্বে
নেই কোন আগমনী বার্তা
হতাশা আর হাহাকার ধ্বনি
চারিদিকে নিরব যেন কর্তা।
সবকিছু থেকেও যেন নেই
সবাই বুঝে কিংবা বুঝে না
ধরণী ও যেন উল্টে গেছে
বলতে পারছে না কিছু
দমকা বাতাস নেচে নেচে।
গাছের পাতা ঝিরিঝিরি
যেন চামড় হাতে দুলায়
রুষ্ট ধরণীর বুকে যেন
শান্তির বাণী শুনায়।
এরি মাঝে বারতা এলো
নব শিশু ধরায়
সে যে আমাদের রাবেয়া খাতুন
নব সৃষ্টির খেলায়।
দিন যায় মাস যায়
সময় চলে যায়
নিয়তির খেলায় ধরায়
রাবেয়া আলোক ছড়ায়।