কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
বৈরী ভু-রাজনৈতিক উন্মত্ততার বশে
যাদের তুমি করছো আজ অপমান,
শিক্ষকদের সম্ভ্রম কালিমায় ভরেছ রক্ষকের নখরে
একদিন যাকে করতো শত সহস্র জনে সন্মান!
হয়তো-বা জন্ম তোমার কোন অসতী মার ঘর
চরিত্রের ক্লেদ ঘেঁটে জন্মিয়েছে শতক ছিলো সে নারীর বর,
এমন দুশ্চরিত্র লম্পট কোন নারী গর্ভে ধরে, যে সন্তান শিক্ষকের মর্যাদা হরে
পায়নি-মটিতে বসত করার মত সামাজিক প্রথার সংসার!
বিস্ফোরণোমুখ আগ্নেয়গিরির জ্বালামুখ
পত্র পল্লবে ঢেকে রাখা যায়?
মানুষের রক্ত লাভা হৃদয় অলিন্দে ছুটছে
মনের ঘৃণা বিদ্বেষের জলন্ত মশাল সামনে ধায়!
একদিন খড়কুটোর মত ভেসে যাবে জনতার প্লাবনে
দাবানলে পুড়বে হায়েনার ষড়যন্ত্রের জনপদ!
সত্য প্রতিষ্ঠিত হবে মানবাতাবাদী মনুষ্য রক্তস্রোতে
কুরআন গীতা বাইবেল ছুয়ে নিবেন তারা শপথ!
বোধ হীন নির্বিকার বিশ্ব বিবেকের মানবতা
বন্দী যোগিনী সব ধর্মের সাধু,
পুড়ছে ফিলিস্তিন লেবানন ইয়েমেনে মায়ের সম্ভ্রম
চারিদিকে ধর্মের ধ্বজাধারী দেশগুলোর হাতে বিশ্ব দেবতার ‘কদু’!
ফিলিস্তিনির রক্তের রঙ্গে রক্তাক্ত মধ্য প্রাচ্যের আকাশ
বিপর্যস্ত মানবতার রুদ্ধ কন্ঠ নির্বাক
মুখোশধারীর সারাবিশ্বেই অস্ত্রের আস্ফালন
বোদ্ধা মানব সমাজ নির্ঘুম নিরুপায় অবাক!
রক্তের তরঙ্গে হয়তো একদিন ভেসে যাবে
অন্ধকার বদ্ধ খাঁচা সম ফিলিস্তিন লেবানন বাংলাদেশ
বিমূর্ত বিমর্ষ নিশি হবে ভোর অংশুমালীর আলোচ্ছটায়
নৈঃশব্দে পালাবে যতোসব ক্লীব ভন্ড মুখোশধারী, বুক চিতিয়ে বলবে কেউ, আমি আছি,থাকবো, আমার নাই শেষ!