কবি: কামাল মাহমুদ জয়
শীতের সকালে শিশির ভেজা ঘাস,
আলোর কণিকা ঝলমলে আশ্বাস।
প্রকৃতি যেন পরেছে মুক্তার মালা,
কুয়াশার চাদরে ঢেকে দেয় তৃণভূমি খালা।
নরম রোদে মাখা শীতল হাওয়া,
ফুলে ফুলে ফোটে হিমেল স্নিগ্ধ প্রভা।
চুপচাপ প্রহর, চারপাশে শান্তি,
প্রকৃতি গাইছে তার নিজস্ব গীতির ছন্দমূর্তি।
শিশিরের ফোঁটায় লুকায় রোদের হাসি,
নির্জনতায় বাজে শীতের মিষ্টি বাঁশি।
সবুজ ঘাসে পা ফেলে মন হয়ে যায় উদাস,
শীতের সকালে যেন মেলে নূতন আশ্বাস।
এই প্রভাতের মুগ্ধতায় ভরে ওঠে মন,
শীতের শিশিরে থাকে প্রকৃতির গোপন অনুরণন।
নতুন দিনের সূচনা, নতুন পথের পাশে,
শিশির ভেজা ঘাসে লিখি জীবনের ভালোবাসে।