কলমে: এম. আব্দুল হালীম বাচ্চু
দিনের মতো দিন চলে যায়; রাতের মতো রাত
তবু দেখি অধীর সবাই; চায় না হতে কাত!
কারও দিকে কেউ তাকায় না; রেলের মতো চলে
স্বার্থপরের মতো কেবল; নিজের কথাই বলে!
আত্মকেন্দ্রিক ধ্যানধারণা; লালন-পালন করে
মানতে চায় না জ্বলুক আলো; অন্য কারও ঘরে!
জেগে জেগে স্বপ্ন দ্যাখে; ভরবে কখন থলে
থলে ভরলেই গাইতে থাকে; ওলে ওলে ওলে!
কেমন যেন চলাফেরা; কেমন যেন হাসি
কেউ বলে না নরম সুরে; মানুষ ভালোবাসি!
মরা নদীর মতো সবার; মরে গেছে মন
তবু করি এদের নিয়েই; সকল আয়োজন!