কলমে: মো: সুমন মিয়া
এই সমাজে সবাই ভাবে সম্মানী সেই জন
যার আছে প্রচুর ধন-সম্পদ, বাড়ি-গাড়ি
টাকা-পয়সা, ক্ষমতা আর লোকজন।
এসব কথা চিম্তা করেই, করে পাবার আশা
অধিক পেতেই মনে জন্মায় লোভ লালসা
লোভ করেই, করছে মানুষ বিবেকটাকে নষ্ট
অসামাজিক কার্যকলাপ আর হানাহানিতে
করছে তারা, এ সমাজের সবকিছু ধ্বংস।
এই সমাজের মানুষগুলো এত কিছুই ভাবে
ধন-সম্পদ আর টাকা পয়সা হলেই না’কি
সুখ স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারা যাবে।
টাকা-পয়সার লোভে পড়ে করছে সবাই
লোটপাঠ, মারামারি, রাহাজানি, ঝগড়াঝাটি
হত্যাসহ আরও ঘটে অন্যান্য পাপাচার কাজ।
তখন সমাজে দেখা দেয় বিশৃঙ্খলা, আর
হুমকি মুখে পড়ে সামাজিক জীবন ব্যবস্থা।
ধন-সম্পদ আর টাকা-পয়সার লোভে মানুষ
ভাই-বোন,আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীর ধন-সম্পদ আর টাকা-পয়সা করে আত্মসাৎ,
কিছু বলেই দেখায় ক্ষমতা আর শক্তির দাপট
বেশি কিছু বলতে গেলেই করে হত্যা,নির্যাতন।
সব মানুষের লোভ লালসা সমান থাকে না
কিছু মানুষের লোভ লালসায় অন্য ভাবনা
কেউ করে ক্ষমতার লোভ, কেউ করে নারীর এই ভাবেই সমাজের মানুষ হচ্ছে পাপাচারি।
ক্ষমতার লোভে মানুষ ঢুকে রাজনীতিতে
গরিবের ধন লুটে নিয়ে টাকার পাহাড় গড়ে।
নারীর লোভে অন্ধ মানুষ ঘটাচ্ছে অঘটন
রাস্তাঘাটেই করছে নারীকে ধর্ষণ, নির্যাতন।
লোভ লালসায় পড়ে মানুষ করেছ কত কি?
ধ্বংস করছে সমাজ,মানুষ হারাচ্ছে সুখ শান্তি
তাই লোভ লালসা ছেড়ে,চল সুস্থ সমাজগড়ি।