লেখক: মোছা: নাজমুন নাহার খান
জুলাই এলেই মনে পড়বে
সেই দুর্বার আন্দোলন,
মনে পড়বে সেই রক্তাক্ত কাম্পাস
আর অশুভ আগ্রাসন।
আমার মায়ের চোখের পানির
সেই বাংলা বর্ণমালা,
আমার ভাইয়ের রক্ত দিয়ে
জুলাই হলো রক্তের মেলা।
মনে পড়বে সেই স্বপ্নজয়ের মিছিল
মুগ্ধ সাইদ সহ আরো শত ছেলের ভাষণ,
কোটা চাই না আমরা মেধা চাই
আকাশকাপানো সেই স্লোগান।
চব্বিশ হলো আমার ও আমার ভাইয়ের
দুঃসহ যন্ত্রনা
সত্যের কাছে পরাজিত হবে
সেই অশুভ মন্ত্রণা।
মনে পড়বে রক্তাক্ত জুলাইয়ের রক্ত মেলা
দুঃখিনী মায়ের শুন্য আসন,
মনে পড়বে সেই ছেলে হারানো মায়ের
কোমল আদরশাসন।