কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
নীল আকাশে সাদা মেঘ,
বেড়ায় ভেসে ভেসে।
বিলে ঝিলে শাপলা শালুক
উঠলো ফুটে হেসে।
ভোর বেলাতে সূর্য উঠে
পূর্ব আকাশ কোণে।
রঙিন আলোয় চারিদিকে
ঝলমলিয়ে তোলে।
ঘাসের ডগায় শিশির ঝরে,
মুক্ত দানার মতো।
পাখিগুলো কিচিরমিচির,
গান ধরে যায় য়তো।
শরৎকালে নদীর কুলে,
কাশ ফুলের সারি।
নৌকাগুলো পাল তুলে
দেয় দুর দেশে পারি।
শরৎ কালে ফসলের মাঠ
সবুজের নাই শেষ।
রুপ প্রকৃতির অপরুপ শোভা,
শরতের বাংলাদেশ।