কলমে: মোঃ ছিদ্দিকুর রহমান
আগের দিনে পাড়া গাঁয়ে
কুপির বাতি জ্বলতো,
সন্ধা বেলা ঘরে ঘরে
লেখা-পড়া চলতো ।
আগের দিনে ছেলে-মেয়ে
তালের পাতায় লিখতো ,
বিদ্যালয়ে ভর্তি হয়ে
আদবকায়দা শিখতো ।
আট বেহারা পালকি নিয়ে
বিয়ে করতে আসতো ,
বরের সাথে শালা-শালি
রসিকতা করতো ।
জোছনা রাতে আঙিনাতে
মাদুর পেতে বসতো,
গাজী কালুর পুঁতি পড়া
কর্ণ পেতে শুনতো ।
বাল্যকালের স্মৃতি গুলো
হৃদয় পটে ভাসছে ,
হাত ইশারায় বাল্যসখী
আমায় যেন ডাকছে ।