বিশেষ প্রতিনিধি:
আদর্শ ও মানবিক বিশ্ব গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষকদের মর্যাদা রক্ষায় ছাত্র-ছাত্রী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট স্পিন ডক্টর, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার ব্যক্তিত্ব, আমেরিকা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ক্লিনটন হাওলাদার পাভেল। নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ জাতি গঠনে শিক্ষা ব্যবস্থাকে আমূল সংস্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন শিক্ষকের যথাযত বেতন কাঠামো, সুযোগ-সুবিধা ও মর্যাদা রক্ষা করা না গেলে শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব নয়।
আজ শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এক বাণীতে তিনি একথা বলেন। তিনি বিশ্ব শিক্ষক দিবসে দেশ ও বিশ্বের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেন, শিক্ষকের ঝন কখনো শোধ করা যায় না। উল্ল্যেখ্য অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক, ২০২৪’ উপলক্ষ্যে কর্মসূচি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। মহান শিক্ষকগন মানুষ গড়ার কারিগর হলেও শিক্ষকরা নিম্ন বেতনে চাকরি করে যাচ্ছেন। প্রাথমিক থেকে উচ্চ স্তরের শিক্ষকরা পর্যন্ত নানা দাবি আদায়ে মাঠে রয়েছেন। এদের মধ্যে চার লাখ প্রাথমিক সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ থেকে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানিয়ে তিনি নলেন সমৃমানিত শিক্ষকগন যেন বৈষম্যের শিকার না হন। বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।