ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
ভেবেছিলাম শহর ভাসিয়ে বৃষ্টি হলে, তোমার কাছে যাবো। হয়তো ভিজে যাবো,
উতল হাওয়ায় উড়িয়ে নেবে ফুলবাহারি ছাতা তবু যাবো। ব্যালকনি জড়িয়ে ফুটলে মধুমঞ্জরি,
কাগজ কলম নিয়ে চিঠি লিখতে বসবো তোমাকে।
তেমন কিছুই বলার নেই বলতাম এবছরটা খুব ভালো যাচ্ছেনা, বেলির গাছটা শুকিয়ে গেছে যত্ন আত্তির পরও।
ফুরিয়ে গেছে অতি প্রিয় পারফিউম,
এইসব হাবিজাবি লিখতাম হয়তো।
শহর ভাসিয়ে বৃষ্টি এলো মধুমঞ্জরি ফুটে ফুটে এঁকে দিলো রঙ ক্যানভাস।
অথচ না হলো তোমার কাছে যাওয়া, না লেখা হলো অনর্থক পত্র।