“””””””””””””””””
কলমে:- সাহেলা সার্মিন
অনেক ভালোবাসলেই অভিমান করা যায়,
আর সেই মানুষটা যদি কোনো গুরুত্বই না দেয়,
অভিমানের পাহাড় দিনদিন শুধু বড় হতে থাকে!
একদিন কাঞ্চনজঙ্ঘার মতো ধবধবে সাদা বরফে পরিণত হয়!
ধীরে ধীরে বাড়তে থাকে দুরত্ব!
মান অভিমানের যাতাকলে পিষ্ট হতে থাকে দু’জনেই!
চোখের জলে স্নান হয়!
ভালোবাসা কমেনা তখনো!
বোঝা যায় গভীরতা, কিন্তু ফুলে ফেঁপে ওঠে বিচ্ছেদের অনুভব!
মন মানে না, একটু ভালোবাসার ডাকের অপেক্ষা!
আর ফিরে ফিরে দেখা, এই বুঝি এলো!
একটু ভালোবাসা পেলে চাবা নদীর বরফ
আথাবাস্কায় মিশে যেতো!
হতো না এমন যোজন যোজন দুরত্ব!
অথচ শূন্য, ধূ-ধূ মরুময় সাহারা মন অঙ্গন!
কী দায় পড়েছে, এতো এতো অবহেলার মহড়ায়
নিজেকে আর কতো সস্তা বানাবে?
কষ্টটুকু লুকিয়ে রাখ এবার,নয়তো মুছে ফেলো,
অবহেলার জবাব অবহেলা দিয়েই দাও এবার!
যদি কখনো তোমাকে একটুও ভালোবেসে থাকে,
তবে তার বুকেও যেনো একটু যন্ত্রণা হয়!