কলমে: গোলাম সরোয়ার খান।
বলার সময় সবাই বলে আমি খুবই খাসা
কেহই কিন্তু স্বীকার করেনা দোষে আমি ঠাসা।
হাজার অপরাধ করেও মানুষ নির্দোষ দাবী করেন
তারাই কিন্তু জ্ঞানী সেজে জ্ঞান বিলিয়ে চলেন।
বিজ্ঞ লোকে জেনে বুঝেই পাপ কর্মে মাতেন,
অজ্ঞ যারা তারাই কিন্তু পাপ দেখে ভয় করেন।
মিথ্যা যারা বেশি বলেন সত্যকে ভয় করেন,
সত্যকে তাই মিথ্যা দিয়া ঢাকার চেষ্টা করেন।
হুজুকে বাংগালী তাই গুজব বিশ্বাস করেন
যাচাই-বাছাই না করেই ভুল পথ ধরেন।
দুষ্ট লোকের মিষ্টি কথায় সহজে হন খুশি
নিজের দোষে ঠকে গিয়ে ভাগ্যকে দোষেন।
ছাগল চুরি করার জন্য গাছে বেঁধে মারেন
কলমের চোরদের আবার স্যার বলে ডাকেন।
ধর্মের বিধান মেনে চলেন সৎ পথে থাকেন
নিজের দোষ আগে ধরে অন্যের দোষ খোঁজেন।