(০১) জ্যোস্নার মায়ার আড়ালে
———————————–
মধ্য রাতের বিমুগ্ধ জ্যোস্না
তারার সাথে কিছু লুকোচুরি
তোমার সুগন্ধি মাখা শাড়ীর পাড়ে
কবিতার কিছু ভাষা আছে আঁকা
কারণে অকারণে বহুবার শুধু
চেয়েছি বুঝতে তোমার সেই
অচীন বহু লিপি আড়ালের কথা
গ্রীল ধরে জানালার স্পর্শ আর
শরৎতের রাশি রাশি শিউলি ফোঁটা
একটি বারের জন্য চোখের পাতায়
ঘুম আসেনি,
আহা–কি সুখ!তোমার
অন্ত গভীরের আলোকচ্ছটায়
আমাকে ভাসালো সাগর বেলার কাব্যে
কত— কি ? কিনে নিল নিঃসংকোচে
জ্যোস্নার মায়ার আড়ালে ।।
(০২) মায়ার বাঁধন
————————-
মাগো তুমি আমার
সোনার থালায়
একমুঠো ভাত
ভালোবাসার
একলা বসে আধার ঘরে
থাকি যখন চুপটি করে
ঊষার আলো হয়ে মাগো
প্রান দাও তুমি দেহ মনে
এমনি করে তোমার ছায়ায়
তোমার মায়ার বন্ধনে
জড়িয়ে যেন থাকি মাগো
তোমার গড়া সংসারে
চাই না মাগো সমাজ গড়া
মিথ্যা ভাষণ
চাই যে মাগো তোমার গড়া
মিষ্টি শাসন নিয়ম প্রীতির
মায়ার বাঁধন।।