কলমে : এম এ লতিফ
মনটা আমার ফুলের ফাগুন
চারিদিকে মৌমাছিদের গুঞ্জন,
কে নিবি তুই ফুলের সুবাস
আয়রে ছুটে আয় এখন,
শরৎ শিউলি ফুটেছে ফুল
ছেয়ে গেছে নানা রঙে ফুলোবন,
কেরে সখী মন হারাবি
আয়না ছুটে আয় কাছে
করবো দুজন আলাপন!
মনটা আমার মেঘের আকাশ
শান্ত আকাশ অশান্ত মন,
শরৎ শোভায় মেঘের জলে
ভিজবো মোরা আজ দুজন!
মনটা আমার ফুলের ফাগুন
আকাশ নীলে হারায় মন
চাঁদ তাঁরকার মিলন মেলায়
ঘুরবো মোরা আজ দুজন,
কেরে সখী প্রেম পিয়াসি
বলনা আমায় ভালোবাসি,
চারিদিকে মৌমাছিদের গুঞ্জন
আজ আকাশ নীলে বানাবো ঘর
আয়রে ছুটে আয় এখন!