রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায়, পৌর প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন ও পরিচ্ছন্নতার একমাস ব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৬ই অক্টোবর রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, একমাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধন করেন। এ কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তামারা তাজবিহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খয়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কটিয়াদী পৌরসভার সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, কটিয়াদী পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।