কলমে- মনিরুজ্জামান মনি
হিংসে কেন ভাই
মোরে আগে তো বলো নাই।
কী দোষ, ত্রুটি ছিল আমার
মুখে তো বলো নাই।
তবে কেন চোখে তোমার
হিংস্র জানোয়ার।
তোমরা থাকো তোমার মতো
তবে কেন থাকতে দাও না নিজের মতো।
আমার মতো আমার চাওয়া
আমার সব হাতে পাওয়া।
তবু কেন হিংসে ভাই
অন্যের চাওয়া পাওয়ায়।
যায় যে সময় বয়ে তোমার
অন্যের পিছে থেকে।
হিসেব করে দেখো দেখি
কী আসে যায় তোমার ?
মানুষের পিছে থেকে।