কলমে: মোঃ আব্দুল রহমান
ঐ পুব আকাশে সূর্যের আলো,
ঐ পশ্চিমে পাখিদের কলরব,
ঐ কাননে ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন,
ঐ শস্য শ্যামল ক্ষেতে চাষিদের ঐক্যতান,
ঐ পুকুরের জলে হাঁসেদের খুশির ভেলা,
ঐ বাঁশবনে, ঐ কাশবনে ফাগুনের মেলা,
ঐ পাড়ায় পাড়ায় বধূদের রান্নার কলতান,
ঐ খেঁজুর গুড়ের ভেসে আসা সুমিষ্ট ঘ্রাণ,
ঐ প্রান্তরে পাড়ার ছেলেদের ভৈরব,
ঐ প্রকৃতির কোল’ই বড় ভালো!
চাইনে হারাতে, চাইনে ছেড়ে যেতে,
সবুজে ভরা ঐ প্রকৃতির কোল,
সাঁঝের আকাশে, চাঁদের আলোতে,
মেতে ওঠে মন, হৃদে বাজে ঢোল।
অন্তরে অন্তরে জেগে ওঠে সেই স্বাদ,
কভু ভোলা নাহি যায় সজলে,
প্রকৃতির কোলেই মানুষ হয়েছি আমি,
হে ধরণী, দিও না আমায় ফেলে!
কখনো যাব না আমি চলে,
সত্যি বলছি, কখনো যাব না আমি চলে!