কলমে: মোছা: নাজমুন নাহার খান
মাগো আমার মা
তোমার নেইগো তুলনা।
জনম দুঃখী মা
আমার কপাল পোড়া মা
আমায় জন্ম দিতে গিয়ে
সয়েছিলে চোখ ভিজিয়ে
কত যন্ত্রনা,
মাগো আমার মা
তোমার হয়না তুলনা।
জন্ম আমায় দিয়েছিলে
কত না দুঃখ সয়ে
একলা আমায় আগলে বুকে
বেড়ালে গো বয়ে।
বাবা ছিলোনা পাশে তোমার
কিভাবে কে জানে
একলা মানুষ করলে আমায়
দারুন অভিমানে
সাহস পেলে গো কোন খানে।
এক হাতে মা পরান ঢেলে
মায়ের আদর দিয়ে
অন্য হাতে বাবার মতো
শাসন করেছিলে।
মাও তুমি বাবাও তুমি
তোমার তুলনা
এজগতে আর তো কোথাও
খুঁজেও মেলে না,
মাগো আমার মা
তোমার হয়না তুলনা।
জন্মদিনে পায়ে তোমার
ঠেকাই মাথা গো
যতদূরে ঘুমাও তুমি
আমার মাঝে জাগো।
তোমার দুচোখ জলে গো মা
মনে দিবানিশি
সুখে দুঃখে তোমার কোলে
ফিরে ফিরে আসি।
মাগো আমার মা
তোমার হয়না তুলনা।