কবি: মোছাঃ আছিয়া আক্তার আছমা
—————————
বাংলার মুখ দেখেছি তাই এই
বাংলার প্রেমে পড়েছি
বাংলার রূপ উপভোগ করছি
ফলে এখানেই পড়ে থাকতে চেয়েছি।
আমার মা যেমন আমার
প্রসূতি আমি তার নয়ন মনি
দেশটাও আমায় ছায়া দেয় যত্ন
নেয় কাজেই সে আমার জননী।
আমি বাংলায় গান গাইতে
ভালবাসি আমি বাংলায় সীমাবদ্ধ
আমি দেশ রক্ষা করতে
বার বার করবো যুদ্ধ।
আমার দেশের মাটি হোক
আমার শেষ প্রাধান্য
মরতে হলে দেশের জন্য মরবো
পতাকা তো মিলবে কাফনের জন্য।
প্রেম লাগলে প্রেম দিব প্রাণ
লাগলে দিতে রাজি প্রান
তবু আমার এদেশে তে জন্ম
যেমন এদেশে হোক মরণ।
আমি এই বাংলার প্রেমে
মাতোয়ারা বাংলা কে ভালবাসি
এই বাংলায় হবে উন্নত
আইন স্বপ্ন দেখি দিবানিশি।
আমি পথিক আমি বাউল
আমি শিল্পী আমি কবি
আমি আমার গুণ দিয়েই তুলে ধরবো
বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ছবি।