মোঃ জাবেদুল ইসলাম
এ দেশেতে জন্ম আমার
এ দেশেতে থাকি।
এ দেশেরেই চন্দ্র সূর্য,
সকাল বিকাল দেখি।
এ দেশেতে রাখাল ছেলে,
বাজায় সুরের বাঁশি।
এ দেশেতে জন্ম আমার
বড্ড ভালোবাসি।
এ দেশেতে পাখিরা উড়ে,
মুক্ত স্বাধীন ভাবে।
রঙিন স্বপ্নে সব পাখিরা আপন,
নীড়ে ফিরে যাবে।
এ দেশেতে মৌমাছিরা,
ফুলে ফুলে উড়ে।
এ দেশেতে প্রজাপতিরাও,
স্বপ্ন ডানায় ঘুরে।
এ দেশেতে নদীগুলো সব
চলেছে এঁকেবেঁকে।
একটি ছেলের দিন কেটে যায়,
নদীগুলো দেখে দেখে।
এ দেশেতে নীল আকাশে,
সাদা মেঘের ভেলা চলে।
তাই দেখে দেখে ছোট খোকা,
মনের কথা যায় বলে।
এ দেশেতে জন্ম আমার,
এ দেশেতে থাকি।
এ দেশেরেই অপরুপ শোভা,
হৃদয় মাঝে রাখি।