কলমে: মোঃ জাবেদুল ইসলাম
আর কতো কাল বাড়াবি তুই
দ্রব্য মূল্য চরম দাম।
আমরা কি সব মানুষ নই,
ফেলছি মাথার ঘাম।
আয়ের সাথে ব্যয়ের হিসেব
মিলছে নাতো আজ।
ব্যয়ের সাথে হিসেব মিলাতে
ফিরছে না আর কাজ।
চাল ডাল তেল আটা লবণ,
হলুদ আদা কাঁচা মরিচ।
পিঁয়াজ গরম মশলা এলাচি,
সবগুলোরই বাড়ছে দাম।
বলছে না কেউ একটু থাম।
মধ্যবিত্ত দিনমজুরের ঝরছে ঘাম।
আছেন তারা মহা বিপদে।
আমরা সবাই নিরুপায়।
কি করি আর নতুন উপায়?
আমরা সবাই দিশেহারা।
আমার একটা আরজি আছে,
আর কতো কাল বাড়বি তুই,,
দ্রব্য মূল্য চরম দাম।