পৃথিবী এমনই একটা জায়গা যেখান থেকে কেউ চলে যায়, আবার কেউ আসে।
নতুন আর পুরাতনের মিলেমিশে থাকা হয়না কোনো ভাবেই একসাথে।
আসা আর যাওয়ার মাঝে খানে কিছু সময়ের পরিচয়,
কেউ ফিরে চায়, কেউ দূর যায়।
বড় কঠিন লাগে নিজেকে নিয়ে ভাবতে,
হয়তো চলে যাওয়ার সময় এসে গেছে,
সামান্য কিছু দিনের জন্য এখানে হবে থাকতে।
নয়ছয় আর ছয়নয়ের খেলা হবে শেষ,
যখন ফুরিয়ে যাবে নিঃশেষ।
আত্ম অহংকার, আত্মার সব লোভ লালসা নিমিষেই হারিয়ে যাবে,
তুমি রবে নিরবে।।
মূর্তির ফুর্তি দেখবেনা কেউ, সাদা কাফনে নিবে জড়িয়ে।
তুমি রবে একা, শুধুই একা ঘুমিয়ে।।
শান সৈকত, উচ্চ বিলাসিতা, দাম্ভিকতার সব অবসান হবে সেই দিন,
পারবেনা, পারবেনা কোনো ভাবেই শুধরাতে এই পৃথিবীর ঋণ।।
কি নিয়েছো তুমি পৃথিবী থেকে, তোমাকে কি দিয়েছে পৃথিবী,
সব হিসাব, হিসাবেই আসিবে
তুমি যতো বড় হও মহাবীর।।
নগ্ন মনোভাবে হয় নশ্বর মানুষ,
উচ্চতায় আসে উন্নত শীর,
তুমি বীর,বীরত্বের মতো জেগে ওঠো
তুমিই হবে শ্রেষ্ঠ তীর।।
তোমার বুকে খুঁজে পাবে
সকল জীবে আশ্রয়,
তুমি মহাকলেও বেঁচে রবে
হবেনা তোমার পরাজয়।।