কলমেঃ শায়লা আহমেদ
এই আমি লিখতে জানি না সবটা প্রিয়া!
তবুও টুকটাক যেটা করি আঁকিবুঁকি,
সেখানে কারণে অকারণে কর আনাগোনা
সব খানেতে তোমার চাঁদ মুখটা দেয় উঁকি।
লেখা লেখিতে তুমি আমার কবিতায়
তুমি আমার লেখনীর জাদুময় ছন্দ,
তুমি আমার উপন্যাসের ছেড়ে আসা পাতায়
তুমি আছ জীবন জুড়ে নেই কোন দ্বন্দ!
তুমি মিশে আছ মোর হৃদ পিঞ্জরে সখী
গল্পের প্রতি পরতে তোমার নামটি লেখা,
তোমায় কাছে পাওয়ার নেশায় মন উতলা
কবে কোথা গেলে পাব প্রিয়া তোমার দেখা।
উঠতে বসতে তোমার কথা শুধু মনেপড়ে
শুধু তোমায় ঘিরে এই লেখা লেখির শুরু,
তোমায় দেখার আগে হয়নি কখনো এমন
অনুপ্রেরণা সেও তুমি প্রিয়া নেই কোন গুরু।
তুমি আমার চিত্ত সুখ নিত্য করি খেলা
তোমাকে ঘিরে স্বপ্ন দেখি ওগো মায়াবতী,
তুমি প্রণয় বলো কিবা হৃদয়ের টান বলো
হয়নি কখনো এমন এখন যেটা তোমার প্রতি।