কলমে: এম এ লতিফ
যে আকাশ ভেসে রয় নীলিমায়
মন আমার সে আকাশ ছুঁতে চায়,
আমি পারবো কি সে আকাশ ছুঁতে
ভাবি বসে একা নিরালায়,
চঞ্চল মন আমার আকাশের ঐ নীলে
নতুন সৃষ্টির চেতনায়
নতুন কিছু খুঁজে বেড়ায়,
কি করে বাঁধি বলো মন
প্রশান্তির সব সুখ আছে বুঝি
দূর দিগন্তে ভেসে যাওয়া ঐ নীলিমায়,
লালে লাল দুনিয়া
জোছনার আলোতে আধো আলো ছায়াতে
মন আমার নানা রঙে রাঙাতে চায়,
একি মোর স্বপ্ন নাকি সত্যি
হারায় মন ভেসে থাকা নীলিমায়!
যে আকাশ ভেসে রয় নীলিমায়
বারেবারে কাছে ডাকে আমায়,
আমি পারি না ভুলিতে ঐ সুন্দর আকাশ
মধুময় স্বপ্নগুলো শুধুই ঐ নীলে হারাতে চায়,
এ কেমন স্বপ্ন আমার ভাঙা মনে আঁকা
শুধুই যেন স্বপ্নের স্পর্শ সুখে সুখ খুঁজে পায়!