কলমে: ইয়াশমিন ইসলাম নুর
——————————
আমি ভালবাসায় ক্লান্ত হইনা।
ভালবাসা আমাকে দেখিয়েছে
আকাশের বিশালতা, সমুদ্রের গভীরতা
কিংবা মাখিয়েছে নর্দমার দূষিত নোংরা
কাদামাখা জল।
আমি ভালবাসায় নিঃশেষ হইনা।
ভালবাসা আমাকে শিখিয়েছে
টিনের চালের দৈন্যতা, মধ্যবিত্তের দীনতা
কিংবা পড়িয়েছে স্বল্পের মাঝেই তুষ্ট হবার
কালজয়ী মন্ত্র।
আমি ভালবেসে নিঃস্ব নই।
আমি ভীষণ ভালবাসায়
জ্বলে পুড়ে ছাই হওয়া নিরেট কয়লা এক।
আমাকে টুকরো করে,এমন সাধ্যি কার!
আমি তার জন্য বাঁচি,
যার সাধনায় আমিই থাকি
আমি তার জন্যই মরি।
আমি তো দেখেছিলাম
ক্লান্ত চোখের গহবরে
ভালবাসার নীল কাজল।
আমাকে ডুবায় কে?
আমি তীব্র ভালবাসায় ভেসেছি,
তীরে ফিরেছি বীর নাবিক বেশে।
তাই ভাবছি
এই ভালবাসার নাম দেবো না