কলমে: মোঃ আব্দুল রহমান
বলতে চাই অনেক কিছু ,
শুনবে কেউ? রবে পিছু।
দেখি কেউ নেই! বাঁচাও,
মিথ্যা! মিথ্যা! হাহাকার।
কাঁদছে আজও ঐ প্রাণ,
পাইনি সে তবুও সম্মান।
এসো! এসো! ঐ বাঁচাও,
শুনলে না তো চিৎকার!
দেখো! দেখো! চক্ষুভরে,
অন্তরে বেদনা, অশ্রুঝরে।
তোমরা পাষাণ! সাজাও,
গলে পরতে ফাঁসির বর।
ধরণী কঁদে! এ পরিহাসে,
প্রকৃতি কাঁদে! তারা হাসে।
হায়! বিচার তো কেনাও,
টাকা নাই! তাই নির্বিকার!
বলি শুনছো? একটিবার,
সত্যের বাণী কাঁদে! বিচার?
নীরবে নিভৃতে তবু চালাও,
অপেক্ষা করো ফল পাবার।