কবি: মোঃ জাবেদুল ইসলাম
নারী আদরীনি নারী সোহাগীনি
নারীই ভালোবাসা।
নারী হলো এই সমাজের,
সকল সহযোগিতা।
নারী সেবিকা নারী প্রেমিকা,
নারীই সহমর্মিতা।
নারীই হলো এই পরিবারের,
প্রথম শিক্ষিকা,
নারী হলো গৃহকর্ত্রী
নারূই পরিচারিকা।
নারীর কাছে পাই মোরা,
সকল কাজের পরিচর্যা।
নারী কর্ম নারী ধর্ম
নারীই সকল সুখ।
নারীই পারে দুর করতে,
সকল কিছু দুখ।
নারী শক্তি নারী ভক্তি,
নারী’ই দরদী।
নারী’ই হলো সর্বকালের,
সর্ব শ্রেষ্ঠ জননী।