কলমে: এম এ লতিফ
যে তুমি ঝর্ণার জল হয়ে আছো মোর দুচোখে
সে তুমি বইবে ভালোবাসার তরী মোর বুকে
এ তো স্বপ্ন নয় সত্যি আমার পৃথিবীতে,
বলো তুমি প্রিয় মোর হবে সাথী,
জোছনার আলোতে আধো আলো ছায়াতে
ঠিক যেমন আলো দেয় ভরা পূর্ণীমাতে,
এ যেন মোর কল্পনাতে ছবি আঁকা
ঝর্ণার জলে ভেসে যাওয়া
পাহাড়ি ধারায় ঝর্ণার বুকে,
রূপ লাবণ্যে ভরা আঁখি দুটো কথা বলে
তুমি যেন মিশে আছো শুধুই আমাতে!
যে তুমি আকাশ নীলে মেঘের জলে
ভেসে বেড়াও ডানা মেলা গাঙচিলে,
সে তুমি আমারি হবে আমার চলার পথে,
তুমি বইবে তরী মোর আঁখি জলে ভরা
স্বচ্ছ জল তরঙ্গ করে খেলা ভালোবাসার স্রোতে
এ যেন মোর স্বপ্ন আঁকা ছবি এই পৃথিবীতে,
যে তুমি ঝর্ণার জল হয়ে আছো মোর চোখে
সে তুমি বইবে প্রেমের তরী উদাস হাওয়ায়
একটি সুন্দর পৃথিবী সাজাতে শুধুই আমাতে!