কবি: প্রিয়াংকা নিয়োগী, কোচবিহার,ভারত
পঞ্চাশ বছর পর?
দিনে দিনে বদলাবে অনেককিছু,
পরিবর্তনের ধারা ধরে পরিবর্তন হবে।
সবই প্রায় চকচকা,
সবই প্রায় চলতে পারে।
চালানো যায় অনেককিছু,
নিজস্ব গাড়ির সাথে নিজস্ব উড়ন্ত মাদুর,
পাতালে ট্রাফিক জ্যাম,
আকাশেও ট্র্যাফিক জ্যাম।
পাতাল ট্রাফিক পুলিশ থাকবে।
প্রতিটি বাড়িতেই অত্যাধুনিক সব থাকবে,
মানুষ মানুষের জন্য কতটা থাকবে?
টাকাতে একাকীত্ব দূর করাবে।
যন্ত্র তন্ত্র করবে,
রিমোটে সব হবে,
চিরস্থায়ী উন্নয়ন কার্যকর করার জন্যে,
টেক্কা দেবে যে যাকে যেমনভাবে।
চিরস্থায়ী উন্নয়নের ধারা কার্যকর থাকবে,
নৈতিক শিক্ষা কতটুকু জাগবে তা সময়ই বলবে।
প্রকৃতি ও প্রযুক্তি বিদ্যার রেষারেষি হবে,
সবেতেই মানুষ নিজেকে সেরা প্রমাণ করবে।