কলমে: সঞ্জয় সরকার
আমরা সকলে উৎসবে মেতে উঠি।
বদ্ধ জীবনে একটু প্রাণ… একটু খোলা বাতাসের জন্য।
আমরা ডানা মেলে দিই….. প্রকৃতির মুক্তাঞ্চলে।
আমরা তখন, নিজেদের নিয়েই ভাবিত থাকি!
এটাই স্বাভাবিক….
এটাই ঘটে থাকে….
আমরা সেই সকল সৃষ্টি কারিদের ভুলে যাই!
ভুলে যাই তাদের সেই সৃষ্টি কে!
একটা মণ্ডপ… একটি প্রতিমা…ঢাকের বোল… কাঁসরের ঘণ্টা গুলো….
তারা যে তাদের সৃষ্টির মাধ্যমে উৎসব কে আনন্দ মুখর করে তোলে।
তারা কত কষ্টে আছে, তাদের অন্তরে চেপে রাখা বুকফাটা কান্না আমরা কোনোদিন ….
পাবোনা শুনতে।
কারণ তারা যে আমদের আনন্দের মাত্র বাড়াতে চায়।
যত আনন্দ দেবে, অর্থ প্রাপ্তির পরিমাণ হবে, ততই বৃদ্ধি।
আমরা অপেক্ষা করি.. আনন্দ আবার হবে একটি বছর পরে!
তারা ভাবে… দৈনিকের থেকে কিছু বেশি অর্থ উপার্জনের অন্তরায় একটি বছর।
চিন্তা, ভাবনা, কল্পনা সব এক পরিবর্তনশীল সকলের কাছে।