প্রাথমিকের শিক্ষক আমি
পড়াই কচি কাচাদের,
তারাই স্বজন তারাই আপন
আমিও অতি আপন তাদের।
স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই তাদের অতি যতনে
দেখানো পথে হাটে তারা তাই অতি সন্তর্পণে।
যখন দেখি এগুচ্ছে তারা সেই পথ দিয়ে
কি বলব ভাষা নাই বুক ভরে যায় গর্বে।
তুমি শিশু, তুমিই হবে এ দেশের কর্ণধার
রুখবে তোমায় বল দেখি এমন শক্তি কার?
দেশের গন্ডি পেরিয়ে
তুমি সাফল্য আনবে বয়ে
আমি চাই তোমার পদচিহ্ন
পরুক মঙ্গল গ্রহে।
দূর থেকে দেখব আর বলব এ কে
সেই ছোট্ট শিশুটি
অ আ শিখিয়েছি যার ধরে অঙ্গুলিটি
তখন তুমি হেসে হবে কুটিকুটি
বলবে আমায় আমি আর নয় সেই ছোট্ট খোকাটি।
এভাবেই এগিয়ে যাবে তুমি ও আমার দেশ
আর আমি পাব এক বুক প্রশান্তির রেশ।।