কলমে: মো: সুমন মিয়া
আমি যা কিছু হারিয়েছি
এখন,এই সব নিয়ে আর ভাবিনা।
নতুন করে হারানোর ভয়ে
এখন, মনে আর কষ্ট জন্মায় না।
বার বার হারাতে হারাতে মনে
হারনোর ভয় আর কাজ করে না।
হারানোর বেদনায় দুঃখ কষ্টগুলো
আঘাতে আঘাতে ফিরে এসে,
মনে এত ভীষণ যন্ত্রণা দিয়েছে যে
হারানোর সব কষ্ট দূর হয়ে গেছে।
সময়ের প্রয়োজনে পথ বদলেছি
হারানোর বেদনায় পথ হারিয়েও
পথে ফিরে এসেছি,তবুও আমি
বারংবার হারিয়ে আঘাত পেয়েছি।
ভুলতে পারবো না, হারানোর ব্যথা
স্মৃতি হয়ে মনে থাকবে জমা সব
আঘাতের ক্ষত, তাই এই সব নিয়ে
আর ভাবিনা,হারানোর ভয় করি না।