শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি পৌর এলাকার ৬ ও ৭ নং ওয়ার্ডে পাহাড়ি-বাঙালিদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়াস্থ মারমা উন্নয়ন সংসদের কমিউনিটি সেন্টারে স্থানীয়রা সমাবেশের আয়োজন করে। সম্প্রীতি সমাবেশে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা ও হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তারা সম্প্রীতি-সহাবস্থান নিশ্চিতে পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে একমত পোষণ করা হয়। সমাবেশ থেকে পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় ৭৮ সদস্যের সমন্বয়ক কমিটি হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, পর্যায়ক্রমে পুরো জেলায় এ ধরনের কমিটি গঠন করা হবে।
সম্প্রীতি সমাবেশে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, খাগড়াছড়ি প্রেসক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, মারমা ঐক্য পরিষদের উপদেষ্টা ম্রাচাথোয়াই চৌধুরী, এ্যাডভোকেট কামাল উদ্দিন, স্কুল শিক্ষক নজরুল ইসলাম, খাগড়াছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, আমির খান, মো. মমিনুল ইসলাম, মো. আব্দুল মান্নান, অরুন কান্তি চাকমা, সুখময় চাকমা, মংনু মারমা (বলে) ও কনক ত্রিপুরাসহ পাহাড়ি-বাঙালি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।