কলমে: মোঃ শফিউল্লাহ মিয়াভাই
তোমাদের রক্তের বিনিময়ে ফিরে
পেয়েছি কথা বলার অধিকার।
আমাদের বাকশক্তি হরণ করেছে
নিয়েছিল দেশ বিরোধী সরকার।
তোমাদের রক্তের বিনিময়ে আমরা
ফিরে পাব একটি গণতান্ত্রিক সরকার।
দিনের ভোট রাতে করেছিল তারা
কেড়েছিল মানুষের ভোট অধিকার।
তোমাদের রক্তের বিনিময়ে সত্যি
এই দেশে মুক্ত হবে সকল অনাচার।
দেশের গণতন্ত্র হরণ করেছিল যারা
তারা ইতিহাসের জঘন্য স্বৈরাচার।
তোমাদের রক্তের বিনিময়ে আমরা
ফিরে পাব আমাদের ভোট অধিকার।
তারা ছিল আয়না ঘরের কারিগর
সীমালংঘন করেছে তাদের অত্যাচার।
তোমাদের রক্তের বিনিময়ে আমরা
হায়নার কবল থেকে পেয়েছি মুক্তি।
তোমরাই খাঁটি দেশ প্রেমিক সত্যি
তোমরা বল তোমরা আমাদের শক্তি।