কলমে: সাদিয়া আক্তার দীঘি
কবির কাছে সব কবিতাই প্রিয়,
কবিতা যে তার আত্মার আত্মীয়।
জননী যেমন সবারে করেন স্নেহ,
কবির কাছেও অনাহুত নয় কেহ।
কবির কাছে কবিতারা সন্তান
গুনমানে যেমনি সে যাই হোক,
অনেক যত্নে গর্ভে পালিত সে
কবিতা মানেই কবির স্বর্গলোক।
কবিতা তো নয় শব্দের সমাহার
শব্দবন্ধে খাপ খোলা তলোয়ার,
ক্ষুরধার সেই ছন্দ পংক্তিগুলি
তুলে দেয় হাতে লড়াইয়ের হাতিয়ার।
কবিতা শেখায় দর্শন ইতিহাস
রাষ্ট্র সমাজ প্রতিরোধ প্রতিবাদ,
স্বপ্ন দেখায় আগামী দিনের সে
ভবিষ্যতের এঁকে যায় সংবাদ।
কবিই শেখায় চলতে ন্যায়ের পথে
কবিতা মানেই চেতনার পাঠশালা,
কবিতারা তাই যুগে যুগে থাক বেঁচে
কবির কন্ঠে দুলুক বিজয় মালা।