কলমে- এম. শাহেদ সারওয়ার
========০=========
যে আনে সে জানে
আনা কত কঠিন
যে খায় সে থামায়
সুখে থাকলে মতিন।
সুখের ঘরে আগুন জ্বালায়
মতিনের ঘরের সতীন
ঐ বেচারা অবুঝ মনে
নেভায় তাদের আগুন।
সংসারে হাল ধরছে বলে
পরিবারের সুখের বাস
সুখের তালে তৈল মাখিয়ে
দুঃখে যায় মাস।
এমন সংসারে আছে মানুষ
মতিন সতীন জনে
মুখ ফাটে না বুক ফাটে তাঁর
জীবন যায় ক্ষনে।
সুখ সুখ করে অমন
কেঁদোনা জীবনে আর
যতই কাঁদিবে ততোই বাড়িবে
হৃদয় করিবে ভার।
জীবনে সুখ-দুঃখ মানুষের
নিত্য দিনের সঙ্গী
সব সময় যেমন সুখের হয় না
বুঝেনা মতিন পঙ্খি।
সুখ-দুঃখ মিলেই সংসার চলে
মতিন বুঝেনা তায়
ঐ মিয়া সুখে থাকলে
মতিনের ভূতে কিলায়।
======০-=====